“কংগ্রেস এখন টুকড়ে টুকড়ে গ্যাং-এর লিডার”, সংসদে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
65

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সোমবার সংসদে বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি নিশানা করলেন কংগ্রেসকে। বক্তব্যের শুরুতেই এদিন প্রধানমন্ত্রী তাঁর সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান দেন। তারপরেই কংগ্রেসের হারের খতিয়ান তুলে ধরে মোদী বলেন, ‘মানুষ যদি একবার ঠিক রাস্তা ধরে ফেলে, তাহলে আর আপনাদের প্রবেশ করতে দেয় না।’

PM Narendra Modi
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কংগ্রেসের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, ‘এত বড় গণতন্ত্রে এত দিন শাসক হিসেবে থাকার পরও বারবার হার। এত হারের পরও আপনাদের অহঙ্কার যায় না।’ সরকারের প্রতি অন্ধ বিরোধিতা গণতন্ত্রের পক্ষে ঠিক নয় বলেও এদিন উল্লেখ করেন মোদী। কোন কোন রাজ্যে কংগ্রেস কতদিন আগে শেষবার হেরে গিয়েছে এবং তারপর থেকে কংগ্রেসের বর্তমান অবস্থা কতটা খারাপ এদিন তা উল্লেখ করেন মোদি।

করোনা অতিমারির সময়ে কংগ্রেস তা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি এদিন বলেন, কংগ্রেস ও আম আদমি পার্টিই দায়ী কোভিড সারা দেশে ছড়িয়ে পড়ার জন্য। তারা পরিযায়ী শ্রমিকদের অতিমারির সময়ে বিধি নিষেধ অবজ্ঞা করতে উস্কানি দিয়েছে। শুধু তাই নয়, মুম্বাইতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য ফ্রি টিকিট পর্যন্ত দিয়েছে। যাতে সেখান থেকে প্যান্ডেমিক হুহু করে সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং ঠিক তাই হয়েছে। তখনো পর্যন্ত উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখন্ডে কোভিড ছড়ায়নি কিন্তু যেভাবে পরিযায়ী শ্রমিকদের সেখানে পৌঁছে দিয়েছে কংগ্রেস তার পরেই এই রাজ্যগুলিতে ছড়িয়ে যায় কোভিড।

আরও পড়ুনঃ ডাবল ছন্দপতন গেরুয়া শিবিরে. প্রসঙ্গ ত্রিপুরা রাজনীতি

এদিন মোদি বলেন যে ব্রিটিশদের মতই কংগ্রেসও ‘ডিভাইড এন্ড রুল’ নীতিতে বিশ্বাসী, কংগ্রেস এখন ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ এর নেতা তে পরিণত হয়েছে। তিনি বলেন, “কংগ্রেস আজ মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলছে। কিন্তু সরকারে থাকার সময়ে এনিয়ে মুখ খোলেনি তারা। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশে মুদ্রাস্ফীতির হার ছিল ৫% এর নিচে। এমনকি অতিমারির সময়েও আমরা মুদ্রাস্ফীতি কমাতে চেষ্টা করে গিয়েছি।“ প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে মূলত কংগ্রেসকেই নিশানা করে গিয়েছেন আগাগোড়া।

আরও পড়ুনঃ সোমবার দুদিনের সফরে লখনৌ যাচ্ছেন মমতা, প্রচার সমাজবাদী পার্টির সমর্থনে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here