বক্তৃতার সময় টেলিপ্রম্পটার বিগড়ে বাকরুদ্ধ মোদী, টুইটারে ট্রেন্ডিং ‘#টেলিপ্রম্পটার প্রধানমন্ত্রী’

0
84

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

টেলিপ্রম্পটার বিগড়ে গেল মোদীর ভাষণ দেওয়ার সময়, ব্যাস! প্রধানমন্ত্রী একেবারে বাকরুদ্ধ কিছুক্ষণের জন্য। সোমবার সন্ধ্যাবেলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তার মাঝেই যান্ত্রিক গোলযোগ টেলিপ্রম্পটারে। ফলত কাল থেকে টুইটারে ট্রেন্ডিং #টেলিপ্রম্পটার প্রধানমন্ত্রী।

PM Narendra Modi
টুইটারে ট্রেন্ডিং #টেলিপ্রম্পটার প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায় ভাষণের মাঝে টেলিপ্রম্পটার বিভ্রাটে হতভম্ব প্রধানমন্ত্রী অপ্রস্তুত হয়ে ইতি-উতি তাকাচ্ছেন। কখনো বা জিজ্ঞাসুদৃষ্টিতে তাঁর পিএমও টিমের দিকে তাকিয়ে আছেন। তারপরেই পরিস্থিতি সামাল দিতে নিজের ইয়ারপিস তুলে নিতে দেখা যায় তাঁকে। হিন্দিতে জিজ্ঞাসা করে ওঠেন তাঁর কথা শোনা যাচ্ছে কিনা। উত্তরে হ্যাঁ শুনে আবার জিজ্ঞাসা করেন তাঁর অনুবাদককে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা।

কয়েক মিনিটের এই ঘটনায় যে যথেষ্টই মুখ পুড়েছে দেশের তা বলা-ই বাহুল্য। বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় কি বলেন তার এক লাইনও কি নিজে জানেন না? এরপরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন তিনি।

রাহুল গান্ধী টুইট করলেন, “এত মিথ্যাকথা টেলিপ্রম্পটারও সহ্য করতে পারেনি।“ টেলিপ্রম্পটার ছাড়া ভারতের প্রধানমন্ত্রী যে একটা কথাও বলতে পারেন না তা স্পষ্ট হয়ে গেল সারা বিশ্বের কাছে। অবশ্য এই ঘটনার সাফাই গাইতে কিছুক্ষণের মধ্যেই আসরে নামে বিজেপির আইটি সেল তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় আরও হাসির খোরাক হয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ করোনা আবহে ভারতে ৪০ জন বিলিওনেয়ার বেড়েছে, দরিদ্র হয়েছেন দ্বিগুণেরও বেশী মানুষ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here