কালিয়াগঞ্জে ভোট প্রচারে দেখা নেই কংগ্রেসের

0
65

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন যতই এগিয়ে আসছে প্রচারের পারদ ততই বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলকে টেক্কা দিতে নানান কায়দায় প্রচার করছে। কখনো শহরে কখনো বা আবার গ্রামে। মূলত তাদের একটাই লক্ষ্য যেনতেন প্রকারে কালিয়াগঞ্জ বিধানসভা আসন জিততেই হবে।

congress is not campaigning in kaliyaganj
নিজস্ব চিত্র

মূলত এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে অনেকটাই পিছিয়ে পড়েছে কংগ্রেস, প্রচারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির থেকে। তবে অনেক কদম এগিয়ে ছিল প্রাথমিক অবস্থায় এখানে কংগ্রেস দল। কারন একটাই, তারা সবার আগে এগিয়ে ছিল তাদের প্রার্থী ঘোষণা করে দেয় আগেভাগে। তাই তারা বহু আগের থেকে গ্রামে গ্রামে প্রচার সেরে নিয়েছেন আগেভাগেই। মূলত এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কালিয়াগঞ্জে হতে চললেও মূলত লড়াই হচ্ছে এখানে এবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মধ্যে। তৃণমূল কংগ্রেস তাদের উন্নয়নকে হাতিয়ার করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here