নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউন অমান্য করে বিক্ষোভ কর্মসূচি করার জন্য লঙ্ঘিত হয়েছে সামাজিক দূরত্ব, এই অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের আটক করল কোতোয়ালী থানার পুলিশ। সোমবার সকালে, জেলাশাসকের গেটের সামনে বিভিন্ন দাবিতে কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে আসেন।
পরিযায়ী শ্রমিকদের মাসে ১০ কেজি চাল প্রদান, ১০০ দিনের কাজ ২০০ দিন করে পরিযায়ী শ্রমিকদের দিতে হবে, প্রচেষ্টা প্রকল্পের আওতায় সমস্ত পরিযায়ী শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে প্রভৃতি দাবি নিয়ে মেদিনীপুর শহরে জেলাশাসকের দফতরের গেটের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতাকর্মীরা।
খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ আসে। জেলাশাসকের গেটের সামনে থেকে আটক করা হয় জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খান, সহ সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, কুনাল ব্যানার্জি ,পার্থ ভট্টাচার্য প্রমুখদের।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে প্রচুর পরিমাণে মাদক সহ গ্রেফতার তিন
আটক করার প্রতিবাদে কংগ্রেস নেতা সৌমেন খান বলেন, “রাজ্য সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষ তার প্রয়োজনীয় দাবি উত্থাপন করলে তার কণ্ঠরোধ করার চেষ্টা করছে। জনবিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে।” কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, “এইভাবে আটক করে কংগ্রেসকে দমানো যাবেনা, সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে কংগ্রেস সবসময় সরব হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584