অসুস্থ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন কোচবিহারের বর্ষীয়ান কংগ্রেস নেতা শ্যামল চৌধুরী

0
49

মনিরুল হক, কোচবিহারঃ

বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল তার শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে তাকে কোচবিহার শহরের বৈরাগী দিঘী চত্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Meeting | newsfront.co
ফাইল চিত্র

এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে সুস্থতার জন্য প্রার্থনা করছেন। কংগ্রেস তো বটেই বামফ্রন্টের কোচবিহার জেলা নেতৃত্বের অনেকেই ওই বেসরকারি হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে খোঁজ খবর নিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ঘোষণায় সার! বিনাচিকিৎসায় মৃত্যু করোনা আক্রান্ত রোগীর

দীর্ঘ সময় ধরে কোচবিহারে কংগ্রেসের নেতৃত্ব দিয়ে আসছেন শ্যামল বাবু। তার হাত দিয়ে জেলার ডানপন্থী রাজনীতিতে অনেক নেতাই উঠে এসেছেন। বাম আমলে যখন প্রায় সর্বত্র বিরোধীরা কোণঠাসা অবস্থায় ছিল, তখনও শ্যামল চৌধুরীর নেতৃত্বে কোচবিহার পুরসভায় দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখতে সমর্থ হয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পুরুষ স্বাস্থ্য কর্মীদের আমরণ অনশন

তৃণমূল ক্ষমতায় আসার পর কোচবিহারে কংগ্রেস সাংগঠনিক ভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ে। বর্তমানে বামেদের সাথে জোট বেধে ফের জেলার রাজনীতিতে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে কংগ্রেস। ঠিক সেই সময় শ্যামল চৌধুরীর এই অসুস্থতা কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here