তিনি রাষ্ট্রপতি হওয়ার পরই রাজনৈতিক দিশা হারিয়েছে কংগ্রেস- লিখেছেন প্রণব মুখার্জী

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিজের বইয়ে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পরই রাজনৈতিক দিশা হারিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং ইউপিএ জোটকে বাঁচাতেই বেশি ব্যস্ত ছিলেন, যার প্রভাব প্রশাসনের ওপর খারাপ হয়েছিল বলে মনে করতেন প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি।

Pranab Mukherjee | newsfront.co
ফাইল চিত্র

আগামী বছর জানুয়ারিতে প্রকাশিত হতে চলেছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স’। বহু বিতর্কিত বিষয়ের উল্লেখ রয়েছে এই বইতে।

২০১৪ সালে কংগ্রেসের হারের জন্য সোনিয়া গান্ধীকেই মূলত দায়ী করেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি, তাঁর বইতে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে। এছাড়াও তিনি লিখেছেন যে, প্রথম পাঁচ বছরে নরেন্দ্র মোদীর সরকার পরিচালনার ধরণ অনেকটাই ‘একনায়কোচিত’।

আরও পড়ুনঃ জিও সিমকার্ড বয়কটের আহ্বান আন্দোলনরত কৃষকদের

প্রায় ৬ বছর ধারাবাহিক ভাবে শক্তি হারাচ্ছে কংগ্রেস। এই বিষয়ে দলের ভেতরে মুখ খুলেছেন বহু নেতাই। বিহারে খারাপ ফলাফলের জন্য শীর্ষ নেতৃত্বকেই দায়ী করেছেন কংগ্রেসের বহু শীর্ষ নেতা। যা নিয়ে দলের অভ্যন্তরেও বিতর্ক তুঙ্গে। প্রায়ত প্রণববাবুর লেখা বই সেই বিতর্ক আরও উসকে দিতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

শুক্রবার ছিল প্রয়াত রাষ্ট্রপতির ৮৫ তম জন্মদিন। সেদিনই প্রকাশ্যে এল ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স’-এ লেখা প্রণব মুখোপাধ্যায়ের কিছু কিছু বক্তব্য।

আরও পড়ুনঃ ‘ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট’-এ দিল্লি সংঘর্ষের ঘটনায় অভিযোগের তীর অমিত শাহের দিকে

বইতে প্রণব বাবু উল্লেখ করেছেন, “কংগ্রেসের অনেক সদস্যই মনে করেছিলেন যে ২০০৪ সালে আমি প্রধানমন্ত্রী হলে ২০১৪ তে কংগ্রেসের এমন ভরাডুবি হত না। সে বিষয়ে আমি তাঁদের সাথে সহমত নই। আমি বিশ্বাস করি যে আমার রাষ্ট্রপতি হওয়ার পরই কংগ্রেস দিশা হারিয়েছিল। সোনিয়া গান্ধী দলের সব দিক সামলাতে পারছিলেন না তাই দলের দিকে নজর দিতে হত মনমোহন সিংকে। স্বাভাবিক ভাবেই তিনি সংসদে বেশিরভাগ সময় অনুপস্থিত থাকতেন, যে কারণে সাংসদদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে পারেননি তার প্রভাব পড়েছে ভোটের ফলে।“

আরও পড়ুনঃ গাঁজা নয় যে উবে যাবে! সিবিআই হেফাজত থেকে উধাও ১০৩ কেজি সোনা

প্রণব মুখোপাধ্যায় তাঁর বইয়ের তৃতীয় খণ্ডে লিখেছেন যে, তাঁর বিশ্বাস ২০১২ সালে কংগ্রেস থেকে প্রধানমন্ত্রীর হওয়ার তিনিই ছিলেন যোগ্য দাবিদার, কিন্তু সেই সময় সোনিয়া তাঁকে বলেছিলেন রাষ্ট্রপতি হিসাবে তাঁর নাম বিবেচনা করা হচ্ছে।

প্রথমিকভাবে তিনি রাজি না থাকায় সোনিয়া রাষ্ট্রপতি পদের জন্য তাঁর চেয়ে যোগ্য বিকল্প নামের সন্ধান দেওয়ার কথাও বলেছিলেন। সেই বৈঠকে প্রণব বাবু প্রস্তাব দেন, ডঃ মনমোহন সিংকে রাষ্ট্রপতি করার জন্য। তিনি ভেবেছিলেন মনমোহনের পরিবর্তে তাঁকেই প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করবে কংগ্রেস নেতৃত্ব। সোনিয়া গান্ধী এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছিলেন বলেও জানতে পেরেছিলেন প্রণব মুখোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here