বিদ্যাসাগর হল প্রাঙ্গনে কংগ্রেসের বর্ধিত সভা

0
66

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Congress meeting at bidyasagar hall
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের একটি বর্ধিত সভা হয় শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে। প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ওম প্রকাশ মিশ্রর সভাপতিত্বে জেলা কংগ্রেস কমিটি ভারতবর্ষের অসহিষ্ণু পরিবেশকে মুক্ত করতে ও বাংলার গণতন্ত্রকে রক্ষা করতে আজ একটি এই বর্ধিত সভা আয়োজিত হয়।

Congress meeting at bidyasagar hall 3
ওমপ্রকাশ মিশ্র। নিজস্ব চিত্র

এই সভাতে বিজেপির তিনজন কর্মী আজ কংগ্রেসে যোগদান করেন।

আরও পড়ুনঃ নান্দুর দেবু স্মৃতি সংঘের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন

Congress meeting at bidyasagar hall 2
উপস্থিত কর্মী সমর্থক। নিজস্ব চিত্র

তারা হলেন শেখ জামির উদ্দিন, আনোয়ার মণ্ডল ও সেখ সত্তর।উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান,শম্ভু ভট্টাচার্য,কুনাল ব্যানার্জি,অনিল সিকারিয়া ,অরূপ চ্যাটার্জি,পার্থ ভট্টাচার্য্য,আশিস মাঝি,মহিলা নেত্রী মানতু আহমেদ সহ জেলা কংগ্রেস নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here