অধীর চৌধুরীর নামে বিতর্কিত পোস্টার মুর্শিদাবাদে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ কংগ্রেসের

0
138

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

congress leader | newsfront.co
অভিযোগ পত্র হাতে জেলা কংগ্রেস নেতৃত্ব। নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলা জুড়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরীর নামে বিতর্কিত পোস্টার লাগানোর ঘটনায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ করেছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি। আজই ঐ অভিযোগ ইমেল মারফৎ জমা দেওয়া হয়।

posters | newsfront.co
বিতর্কিত পোস্ট। নিজস্ব চিত্র

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মাহফুজ আলম ও জয়ন্ত দাসের দাবী, জেলা জুড়ে এ কাজ সংগঠিত অপরাধের সমান। এধরনের বিতর্কিত পোস্টারের মাধ্যমে শাসক দল তৃণমূল কংগ্রেস বাম-কংগ্রেস জোটের ঐক্য বিনষ্ট করার পাশাপাশি সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ এসএসকেএম-সহ বিভিন্ন সরকারি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

উল্লেখ্য অধীরবাবু বিজেপির সাথে আঁতাত করছেন লেখা বিতর্কিত ঐ পোস্টার গুলি গত ৫ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার ডোমকলের বিভিন্ন দেওয়াল ও দোকানে সাঁটানো হয়৷ তারপর লাগাতার বড়ঞা, সামশেরগঞ্জ ও সবশেষে আজ বহরমপুরেও একই পোস্টারে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট থানাতে লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here