নোট বাতিলের চতুর্থ বর্ষপূর্তিতে প্রশংসায় পঞ্চমুখ নির্মলা, পাল্টা তোপ কংগ্রেসের

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নোটবন্দির কারণে দেশের কর কাঠামোর উন্নতি ও আদায় বেড়েছে। ডিজিটাল অর্থনীতির জন্য নতুন পথ খুলে দিয়েছে নোটবাতিল। চতুর্থ বর্ষপূর্তিতে রবিবার নোট বতিল নিয়ে এই কথাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন একাধিক টুইট করে নোটবাতিলের উপপকারিতা সম্পর্কে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা কটাক্ষ করে কংগ্রেস।

নির্মলা সীতারমণ বলেছেন, ভারতকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতি মাফিক মোদী সরকার চার বছর আগে নোটবন্দি করেছিল এই দিনে। কালো টাকার বিরুদ্ধে এই সার্জিক্যাল স্ট্রাইক দেশের করকাঠামোর উন্নয়ন এবং ডিজিটার অর্থনীতির দিকে দেশে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ ছিল। সীতারমণ আরও জানিয়েছেন, ৯০০ কোটি হিসাব বহির্ভূত আয় বাজেয়াপ্ত হয়েছে নোটবন্দির প্রথম চার মাসের মধ্যে। গত তিন বছরে ৩ হাজার ৯৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। অপারেশন ক্লিন মানি দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করেছে নোটবন্দির পর।

আরও পড়ুনঃ ‘২০০ টির বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি’, হলদিয়াতে মন্তব্য দিলীপের

আরও পড়ুনঃ ভুবনেশ্বরের জেলে মৃত্যু বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোর কর্তা অনুকূল মাইতির

অন্যদিকে, কংগ্রেস এদিন সোশ্যাল মিডিয়ায় একটি নয়া অভিযান শুরু করেছে। সেই কর্মসূচিতে রাহুল গান্ধী বলেন, চার বছর আগে মোদীর নেওয়া ‘হটকারী’ সিদ্ধান্ত হল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তাঁর দাবি, “নিজের কর্পোরেট বন্ধুদের ঋণ মকুব করার জন্য সুপরিকল্পিতভাবে সাধারণ মানুষের টাকা ব্যাঙ্কে ঢুকিয়েছেন মোদী। এই ভুল ধারণায় থাকবেন না যে এটা কোনও অনিচ্ছাকৃত ভুল ছিল। না, এই ভুল পরিকল্পিতভাবে করা।” কংগ্রেসের আরও দাবি, নোটবন্দির ফলে দেশের আর্থিক বৃদ্ধি কমে ২.২ শতাংশ এবং কর্মসংস্থান ৩ শতাংশে এসে ঠেকেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here