বহরমপুরে কংগ্রেসের ডেপুটেশন

0
31

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

জেলার প্রতিটি মহকুমায় কংগ্রেসের পক্ষ থেকে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ডেপুটেশন জমা দেওয়া হয়। এইদিন বহরমপুর ও কান্দি টাউন কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় ।

deputation | newsfront.co
ডেপুটেশন ৷ নিজস্ব চিত্র

বহরমপুর এসডিও দীপাঞ্জন মুখোপাধ্যায়ের কাছে বহরমপুর টাউন সভাপতি কার্ত্তিক চন্দ্র সাহার নেতৃত্বে কয়েকজন কর্মী ডেপুটেশন জমা দিতে যান। ওনার অনুপস্থতিতে ওনার পি.এ -র কাছে জমা দেন। এ বিষয়ে বহরমপুর টাউন সভাপতি কার্ত্তিক চন্দ্র সাহা বলেন, “লকডাউনের কারণে শ্রমিকেরা অন্য রাজ্য থেকে আসতে পারছিল না। অধীর চৌধুরীর সাহায্যে পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ ঘরে ফিরতে পেরেছিল। লকডাউনে কাজ হারিয়ে সমস্যায় পড়েছিল তারা।

আরও পড়ুনঃ নিখোঁজ করোনা রোগীর দেহের হদিস মেডিক্যাল কলেজের মর্গে

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বরাদ্দকৃত ৫০০০০ কোটি টাকা রাজ্য সরকারের গাফিলতিতে না পেয়ে, দুরবস্থার মধ্যে কাটিয়ে এখন লকডাউন ওঠায় ফের তারা অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের জন্য ৷ ” অন্যদিকে, কান্দি ব্লক অফিসের বিডিও নীলাঞ্জন মন্ডল উপস্থিত না থাকায় কান্দি কংগ্রেস নেতৃত্ব ক্ষুব্ধ হয়ে ব্লক অফিসের সামনে ধর্নায় বসেন।

ঘটনার প্রেক্ষিতে কান্দির বিধায়ক সফিউল আলম খান জানান, রাজ্য সরকারের গাফিলতির জেরে বর্তমান সময়ে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি দুর্ভাগ্যজনক। রাজ্যে কোনো কাজ নেই। তাই পুনরায় অন্য রাজ্যে ফিরে যাচ্ছেন তারা। অবশ্য ডেপুটেশন জমা দিতে গেলে সেখানে বিডিও অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ হন কংগ্রেস নেতৃত্বরা এবং বিডিও কে তৃণমূলের দালাল বলেও আখ্যা দেন তারা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here