ভাস্কর ঘোষ, কান্দি, ৬ এপ্রিলঃ-
মুর্শিদাবাদ জেলার সালার জল ট্যাঙ্ক মোড়ে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে । শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার পঞ্চম দিনে মুর্শিদাবাদ জেলা জুড়ে সন্ত্রাস অব্যাহত থাকল।
বিরোধীদের উপর হামলা পাশাপাশি কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরেরও অভিযোগ উঠলো ।
ভরতপুর – ২ ব্লক কংগ্রেসের সভাপতি আলমগীর হোসেন বলেন, “আমরা জনা চারেক অফিসে বসে এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। সেইসময় তৃনমূলের আশ্রিত দুষ্কৃতিরা হঠাৎ সেখানে এসে আমাদেরকে গালিগালাজ করতে থাকে। পার্টি অফিসের ভিতরে ঢুকে ব্যাপকভাবে ভাঙচুর করে। এমনকি আমাকে তারা প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। “
যদিও ঘটনার কথা অস্বীকার করছে শাসকদল। ভরতপুর -২ ব্লক তৃনমূলের সভাপতি মহ: আজাহার উদ্দিন (সিজার) বলেন, “সালারে কংগ্রেসের কোন দলীয় কার্যালয় নাই। রেলের জায়গা ঘিরে একটি ঘর করে সেখানে অধীর বাবুর ছবি রেখে দিয়ে তার আড়ালে প্রতিদিন রাতে জুয়ার বসে। এটা ওই জুয়ারিদের কাজ। এই ঘটনায় আমাদের দলের কোন কর্মীসমর্থক যুক্ত থাকতে পারেনা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584