নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কৃষি, সেচ ও ক্ষুদ্র শিল্পে ছয় মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে এবার আন্দোলনে নামল কংগ্রেস।
বুধবার বিদ্যুৎ দফতরের রায়গঞ্জের ডিভিশন অফিসের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা। পাশাপাশি এদিন ডিভিশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে কয়েক দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয়।
এদিনের এই বিক্ষোভ কর্মসুচির নেতৃত্ব দেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। এছাড়াও ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ, কংগ্রেস নেতা লিয়াকত আলি সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ জলঙ্গিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ
এদিন মোহিত বাবু বলেন, ‘লকডাউনের কারণে কর্মহারা মানুষের পক্ষে বিদ্যুৎ বিল মেটানো দুস্কর হয়ে পড়েছে। তাছাড়া রিডিং না নিয়ে ভুতুড়ে বিল আসছে। সেক্ষেত্রে মানুষকে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে। তাই এই বিষয়টি বিচার করে খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থেই কংগ্রেসের এই আন্দোলন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584