বিদ্যুৎ বিল মকুবের দাবিতে স্মারকললিপি কংগ্রেসের

0
44

সায়নিকা সরকার, মালদহঃ

লকডাউন ও আমপানের কারণে তিনমাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোমবার চাঁচল-২ ব্লকের মালতীপুর বিদ্যুৎ পর্ষদ দফতরে স্মারকলিপি দিল কংগ্রেস। এদিন স্মারকলিপি দেন চাঁচল-২ ব্লক কংগ্রেসের সভাপতি সৈয়দ মানজারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মালতীপুরের কংগ্রেস বিধায়ক আলবেরুনী সহ কংগ্রেসের অন্য নেতৃত্ব।

Protest | newsfront.co
নিজস্ব চিত্র

মালতীপুর বিদ্যুৎ পর্ষদের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি তুলে দেওয়ার পর চাঁচল-২ ব্লক কংগ্রেস সভাপতি সৈয়দ মানজারুল ইসলাম জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী করোনার জন্য লকডাউন চলছে। ফলে দিন মজুর, বেসরকারি সংস্থায় কর্মরত মানুষেরা কাজ হারিয়েছেন।

আরও পড়ুনঃ শোপিয়ান জেলায় পরপর দুদিন এনকাউন্টারে ৯ জঙ্গি নিকেশ

এরই মধ্যে বোদের ওপর বিষফোঁড়ার মতো আমপান আছড়ে পড়েছে। ফলে বাড়ি ঘরের পাশাপাশি মাঠের ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই পরিস্থিতিতে মানুষের দুবেলা খাবার জোটাতে হিমশিম খেতে হচ্ছে। এই চরম মুহূর্তে বিদ্যুতের বিল মেটানো খুবই কষ্টকর।’ মালতীপুরের বিধায়ক আলবেরুনী বলেন, ‘তিন মাসের বিদ্যুতের বিল মুকুবের দাবিটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন।

আগামী ১০ দিনের মধ্যে বিদ্যুৎ পর্ষদ দফতরের কাছ থেকে সদুত্তর দাবি করছি। অন্যথায় জেলা তথা রাজ্য জুড়ে কংগ্রেসের তরফে বৃহত্তর আন্দোলনে নামা হবে। আর আন্দোলন করতে গিয়ে যদি জনজীবন ব্যাহত হয় তাহলে প্রশাসনই দায়ী থাকবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here