রাফেল কেলেঙ্কারির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ,ডেপুটেশন কোচবিহারে

0
63

মনিরুল হক, কোচবিহারঃ

জে.পি.সি গঠনের মাধ্যমে রাফেল বিমান কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত এবং সত্য উদঘাটনের দাবিতে ডেপুটেশন দিল কোচবিহার জেলা কংগ্রেস।আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশনের মধ্যে দিয়ে রাষ্ট্রপতির কাছে রাফেল বিমান কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়। এদিন কংগ্রেস কর্মীরা জেলা শাসকের দপ্তরের সামনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই মর্মে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি বিধায়ক শঙ্কর মালাকার,কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি শ্যামল চৌধুরী,ছাত্র পরিষদের নেতা জ্যোতির্ময় চক্রবর্তী সহ বহু কংগ্রেস নেতা কর্মী।

চলছে বিক্ষোভ। নিজস্ব চিত্র

এদিনের এই কর্মসূচী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন কংগ্রেস নেতৃত্ব।
বিধায়ক শঙ্কর মালাকার বলেন, “ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় কেলেঙ্কারি রাফেল যুদ্ধ বিমান।তার সাথে যুক্ত প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের অন্যতম শিল্পপতি অনিল আম্বানি। আজকে কোচবিহার জেলাতে শ্যামল চৌধুরীর নেতৃত্বে অসংখ্য কংগ্রেস কর্মী বিক্ষোভ মিছিল করে এসে জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করছি।”

আরও পড়ুনঃ বিভিন্ন অনুষ্ঠানে ‌মেদিনীপুর সদর পূর্ব চক্রে স্বামীজীর শিকাগো বক্তৃতার ১২৫বর্ষ উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here