নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

গান্ধিজির ছবি টাঙ্গিয়ে তার অপর গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে জেলা কংগ্রেসের কুশপুতলিকা দাহ কর্মসুচী দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মঙ্গল পুরে কংগ্রেস ভবনের সামনে।
কংগ্রেসের জেলা সভাপতি গোপাল দেব জানান, গত ৩০শে জানুয়ারি গান্ধিজীর তিরধান দিবস, সেদিন উত্তর প্রদেশে আর এস এস কর্মী তথা বিজেপি নেত্রী পূজা সুকুল পান্ডে গান্ধিজীর ছবি প্রকাশ্য দিবালোকে টাঙ্গিয়ে তার অপর গুলি বর্ষন করে এবং নাথুরাম গর্ডসের ছবিতে মালা দিয়ে জনসাধারণকে মিষ্টি খাওয়ায়।
আরও পড়ুন: আদিবাসীদের বারো দফা দাবীতে বিক্ষোভ ডেপুটেশন
তারই প্রতিবাদে রাজ্যের সাথে এই জেলাতেও আর এস এস কর্মী তথা বিজেপি নেত্রী পূজা সুকুল পান্ডের কুশপুত্তলিকায় আগুন জালিয়ে প্রতিবাদ জানান হয়। কংগ্রেসের দাবী অবিলম্বে পূজা সকুল পান্ডেকে গ্রেফতার করে শাস্তি দিক উত্তর প্রদেশ সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584