নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বনধ ডেকেছে বিজেপি। এবার নিরপেক্ষ তদন্ত দাবিতে পথে নামলেন রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত।মঙ্গলবার জেলা কংগ্রেস একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
আরও পড়ুনঃ বনধ সমর্থনকারীদের মারধরের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে
বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে এদিনের মিছিলে পা মেলান কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, ‘হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বালিয়া এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। কেউ বলছে তিনি আত্মহত্যা করেছেন, কেউ বলছেন হত্যা করা হয়েছে বিধায়ককে।
আমরা জানতে চাই, আত্মহত্যা করে থাকলে কেন এই পথ বেছে নিলেন তিনি? আর যদি তাঁকে খুন করা হয়, তাহলে কারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত? আমরা প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। প্রশাসনের উচিত আসল তথ্য সামনে আনা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584