ফাঁসিদেওয়ায় এনআরসি-সিএএ-র বিরুদ্ধে  কংগ্রেসের সমাবেশ

0
46

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

 

Public assembly| newsfront.co
জনসমাবেশ। নিজস্ব চিত্র

সোমবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশের আয়োজন করল ফাঁসিদেওয়া ব্লক কংগ্রেস। এদিন প্রকাশ্যে সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়ার বিধায়ক সুনিল তির্কি, নকশালবাড়ি-মাটিগাড়ার বিধায়ক শঙ্কর মালাকার, ফাঁসিদেওয়া ব্লক কংগ্রেসের সভাপতি শ্যামল মণ্ডল সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা।

anti cab caa| newsfront.co
নিজস্ব চিত্র

সমাবেশ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমরা কোন ভাবেই এনআরসি ও সিএএ মানছি না মানবো না। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর পাশাপাশি তিনি আরও বলেন যে নরেন্দ্র মোদী ও অমিত শাহ সংখ্যাগরিষ্ঠা পেয়ে গায়ের জোরে এই আইন পাশ করেছে এবং একদিকে দিদি ভাই অপরদিকে মোদিভাই এর ফলে গোটা দেশে আগুন জ্বলছে। তাই আমরা এদিন এই সভা থেকে বলতে চাই যে আমরা হিন্দু মুসলিম এক সঙ্গে ছিলাম আর ভাই ভাই হয়ে থাকবো।

anti cab caa2| newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃবহরমপুরে অধীরের সভায় উপছে পড়া ভিড়

তিনি আরও বলেন যে কোথায় গেল নারদা ও সরদা মামলার তদন্ত। কেন বিজেপি বন্ধ করে দিল এই মামলার তদন্ত। এর থেকেই বোঝা যায় দিদিভাই ও মোদিভাই এক তা জলের মতো পরিষ্কার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here