শুভদীপ ভট্টাচার্য,বহরমপুরঃ সারা দেশ জুড়েই পেট্রল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামল বহরমপুর টাউন কংগ্রেস।
২০মে ডিজেলের দাম সমস্ত রেকর্ড ভেঙে হয়েছে ৭০. ১২ টাকা ও পেট্রল ৭৯. ৯১ টাকা। ‘ট্রেড প্যারিটি প্রাইসিং মেথডলজি’র অজুহাতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আন্তজার্তিক বাজারের দামের ওঠাপড়ার সঙ্গে তাল মিলিয়ে ভারতে তেলের দাম ওঠানামা করবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও, গোটা ভারতে পেট্রল ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে বহরমপুর শহরে মিছিল করে বহরমপুর টাউন কংগ্রেস।
মিছিল শহর পরিক্রমা করে গীর্জার মোড়ে পৌঁছয় তারপর সেখানে কালেক্টরেট ক্লাবের সামনে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে কংগ্রেস কর্মীরা। উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক ও কংগ্রেস নেতা মনোজ চক্রবর্ত্তী। প্রদেশ কংগ্রেসের রাজ্য মুখপাত্র জয়ন্ত দাস বলেন-‘সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদির বিখ্যাত শ্লোগান’আচ্ছে দিন’ মানুষের কাছে দুর্দিনে পরিণত হয়েছে। পেট্রল ডিজেলের মুল্য এখন আকাশছোঁয়া, গ্যাসের ভর্তুকিও তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে সারা পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় প্রতিবাদ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মীরা।
পেট্রল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকারকেও দুষেছেন জয়ন্ত বাবু। পেট্রল ডিজেলের দাম বাড়ায় পণ্যমাশুল বৃদ্ধির ও জিনিসপত্রের দাম বাড়লে সাধারণ মানুষ চুড়ান্ত সংকটগ্রস্ত অবস্থায় পড়বেন বলে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584