খুনের ঘটনায় মূল আসামিকে গ্রেফতারের দাবি, কংগ্রেসের তরফে মিছিল জলঙ্গীতে

0
52

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

জলঙ্গীতে নিরীহ মানুষদের উপর তৃণমূল কংগ্রেস আশ্রিত সমাজবিরোধীদের হামলা এবং সেই সঙ্গে মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীদের উপর মিথ্যা কেস দিয়ে পুলিশি সন্ত্রাসে বিরোধিতা করতেই পুলিশ-প্রশাসন ও রাজ্য সরকারের বিরোধিতায় শনিবার বহরমপুর টাউন ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল করা হয়।

মিছিল। নিজস্ব চিত্র

গত ২৯ জানুয়ারি এনআরসি নিয়ে বিরোধিতা করতে একটি পথসভার আয়োজন করেছিল এলাকার বেশ কিছু মানুষ। সেখানে খুন হয় সালাউদ্দিন সেখ ও আনারুল বিশ্বাস। সেই নিয়ে পরিস্থিতি যথেষ্ট থমথমে হয়। পাশাপাশি পথ অবরোধ করা হয়, যাতে আসল খুনিকে গ্রেফতার করে পুলিশ।

আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল করা হয়। বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আসল খুনি কিন্তু তাকে অবিলম্বে গ্রেফতার করা হচ্ছে না। তহিরউদ্দিন শেখ, যার নাম প্রথমে উঠে এসেছিল সে এখনও পর্যন্ত গ্রেফতার হননি যেখানে ওনার নামে সরাসরি অভিযোগ এনেছে মৃতের পরিবারের লোকেরা।

গ্রেফতার করা হয়েছে তিনজনকে কিন্তু স্থানীয়দের কথা অনুযায়ী ওরা তিনজনেই যুক্ত নয় এই ঘটনায়। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে অবিলম্বে খুনির গ্রেফতারের দাবিতে আজকের এই মিছিল হয় বহরমপুর টাউন ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here