নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
১৫ এপ্রিল করোনায় মারা যান কংগ্রেস প্রার্থী রেজাউল হক, তাঁর পরিবর্তে তৃণমূল সাংসদ খলিলুর রহমানের ভাই জইদূর রহমানকে প্রার্থী করল কংগ্রেস। সামশেরগঞ্জ কেন্দ্রে ভোটগ্রহণ হবে ১৬ মে।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেসের প্রার্থী হলেন তৃনমূল সাংসদ খলিলুর রহমানের ভাই জইদুর রহমান।
এই কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী ছিলেন রেজাউল হক, গত ১৫এপ্রিল তাঁর মৃত্যুর পর স্থগিত হয়ে যায় ওই কেন্দ্রের নির্বাচন। সামশেরগঞ্জ কেন্দ্রে আগামী ১৬মে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ২৫ এপ্রিল মনোনয়ন জমা করার শেষ দিন। শনিবার জইদুর রহমানকে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস।
রেজাউল হক মারা যাওয়ায় প্রথমে তাঁর স্ত্রী রোকেয়া খাতুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় দলের তরফে। তবে তিনি নির্বাচনে লড়তে রাজি না হওয়ায় প্রার্থী করা হয় জইদুরকে। এই কেন্দ্রে লড়াই এবার চতুর্মুখী। কংগ্রেস, তৃণমূল, বিজেপি ছাড়াও এই আসনে লড়ছে সিপিএমও।
আরও পড়ুনঃ ‘মন কি বাত’ নয়, এখন ‘জান কি বাত’ জরুরী, মোদিকে কটাক্ষ রাহুল গান্ধীর
নির্ধারিত দিন অর্থাৎ ২৬ এপ্রিল সামশেরগঞ্জের ভোট স্থগিত হয়ে যাওয়ার পরে কমিশন প্রথমে ঠিক করে নির্বাচন হবে ১৩ মে। তবে ১৩ মে হতে পারে ঈদ, এই কারণে সংযুক্ত মোর্চার তরফে কমিশনের কাছে আবেদন জানানো হয় দিন পরিবর্তন করার। এরপর ভোটের দিন নির্দিষ্ট হয় ১৬ মে। দুটি কেন্দ্রে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত হয়ে যায় সে দুটিতে ভোট ১৬ মে। তবে ভোট গণনার দিনে কোন পরিবর্তন হচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584