সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
জেলা জুরে আজ ব্লকে ব্লকে চলছে কংগ্রেসের ডেপুটেশন কর্মসুচি। দক্ষিণ ২৪ পরগনায় ২৯টি ব্লকে চলছে ডেপুটেশন দেওয়ার কাজ । দক্ষিণ সুন্দরবনে নামখানা ব্লকে সাতটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক কর্মী, বঞ্চিত সাধারণ মানুষদের নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিতে যায় কংগ্রেস ।
নেতৃত্ত্ব দেন প্রদেশ কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র আশুতোষ চ্যাটার্জি,জেলা নেতা কৃর্তীবাস সরদার ,নামখানা ব্লকের সাধারণ সম্পাদক তারকনাথ মাইতি। ১৬ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে গেলে নামখানা থানার পুলিশের বাধার মুখে পড়ে তারা। সেখানে বিক্ষোভ দেখান সর্মথকরা ।
আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ সীমান্তের গেট খোলার দাবিতে বিক্ষোভ কৃষকদের
স্বজনপোষণ থেকে ত্রাণ দুর্নিতির পাশাপাশি ভাঙা বাঁধ নিয়ে অভিযোগ তোলেন । সরকারের দেওয়া ক্ষতিপুরন নিয়ে অভিযোগ তোলেন । নামখানা বিডিও রাজিব আহমেদের কাছে স্বারকলিপি জমা দেন তারা। আগামীতে বৃহত্তর আন্দলোনের হুমকি দেন কংগ্রেস কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584