দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য আধিকারিককে কংগ্রেসের ডেপুটেশন

0
142

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

একদিকে যখন লকডাউনের জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার দায়। অন্যদিকে তখন রেশন নিয়ে, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্যের শাসক দল নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ তুলে জেলা খাদ্য আধিকারিকের নিকট দাবি দাওয়া পেশ করল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস।

congress submit deputation to food department of south dinajpur | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয় কি কারণে জেলার সমগ্র রেশন দোকানের সামনে রাজ্যের শাসকদলের নেতা নেত্রীর ছবি দিয়ে ফ্লেক্স টাঙানো হয়েছে। তার পাশাপাশি জেলার রেশন বিলির অব্যবস্থা নিয়েও আজ কংগ্রেসের পক্ষ থেকে খাদ্য নিয়ামকের নিকট জবাবদিহি চাওয়া হয় বলে জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে জেলার সর্বত্র রেশন বিলির অব্যবস্থ্যা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেবের নেতৃত্বে বেশ কয়েকজন কংগ্রেসের কর্মী সমর্থক জেলা প্রশাসনিক ভবনে অবস্থিত খাদ্য ভবনে তাদের দাবি দাওয়া পেশ করতে এলে, প্রশাসনিক দফতরের প্রধান প্রবেশ পথে পুলিশ তাদের আটকায়। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসনিক ভবনের প্রবেশ পথ।

আরও পড়ুনঃ শেষমেষ ঘরে ফিরতে পারলেন আটকে পড়া ৪০ জন পড়ুয়া

congress submit deputation to food department of south dinajpur | newsfront.co
নিজস্ব চিত্র

বেশ কিছুক্ষণ পুলিশের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় জেলা কংগ্রেসের সভাপতি সহ অনান্য নেতৃত্বকে।

পরে পুলিশের উচ্চপদস্থ অফিসারের হস্তক্ষেপে ও জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনিক ভবন চত্বরে কোন স্লোগান দেওয়া হবেনা ও মাত্র দশজনের প্রতিনিধি দল নিয়ে জেলা খাদ্য নিয়ামকের সাথে দেখা করার ব্যাপারে আশ্বাস দিলে, পুলিশ কংগ্রেস দলের নেতা কর্মীদের ভেতরে ঢোকার অনুমতি দেয়। যদিও পুলিশের পক্ষ থেকে দশ জনের পরিবর্তে মাত্র ছয় জনের প্রতিনিধি দল ঢোকার ব্যাপারে জোরাজুড়ি করলেও কংগ্রেস নেতৃত্ব তাদের দশজনের প্রতিনিধি দলের দাবিতে অনড় থাকায় শেষ পর্যন্ত তা পুলিশ মেনে নিতে বাধ্য হয়।

আরও পড়ুনঃ বাড়ছে সংক্রমণ, তবু স্বাস্থ্য বিধিকে তোয়াক্কা না করেই ঘোরাফেরা

জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব অভিযোগ জানিয়ে বলেন “জেলার মানুষ কেন খাদ‍্য পাচ্ছে না। রেশন বন্টন রাজ্য সরকার ঠিকঠাক করছে না।

প্রচুর মানুষ আছেন যাদের ডিজিটাল রেশন কার্ড নেই। রাজ্য সরকার তাদের তালিকা প্রকাশ করছে না। স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। অবিলম্বে আমাদের জেলায় সেই তালিকা প্রকাশ করে রেশন বন্টন করা হোক।” পাশাপাশি তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন কেন্দ্র বলছে তারা চাল ডাল তেল রাজ্যের মানুষের জন্য পাঠিয়েছেন।

অথচ রাজ্যের মানুষ শুধু মাত্র চাল আর ন্যূনতম আটা ছাড়া আর কিছু পাচ্ছেনা। তাহলে তেল, ডাল গেল কোথায়? সেনিয়েও কেন্দ্র কোন এক অজানা কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে তিনি অভিযোগ জানান। একইসঙ্গে তিনি গরিবের খাবার নিয়ে এই ঘৃণ্য রাজনীতি বন্ধ করার ডাক দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here