আমপান ক্ষতিগ্রস্তদের নিয়ে সরব কংগ্রেস, জেলাশাসককে স্মারকলিপি

0
25

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আমপান ক্ষতিগ্রস্তদের সঠিক ক্ষতিপূরণের ব্যবস্থা সহ বেশ কিছু দাবিতে মেদিনীপুরে সরব হল কংগ্রেস। জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন কংগ্রেস কর্মীরা। আমপান ঝড়ে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের অনুদান দেওয়ার ক্ষেত্রে মেদিনীপুরে ব‍্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে।

Deputation | newsfront.co
নিজস্ব চিত্র

বহু ক্ষতিগ্রস্তরা অর্থনৈতিক অনুদান থেকে বঞ্চিত হয়েছেন। অথচ পাকা বাড়ি আছে, কোনো ক্ষতি হয়নি, তারা সরকারি অনুদান পেয়েছেন। জেলার সমস্ত বিদ্যালয়গুলিতে অতি নিম্নমানের স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। এরই প্রতিবাদে এবার আন্দোলনে নামল কংগ্রেস।

আরও পড়ুনঃ অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে আমন্ত্রণ মমতাকে

কংগ্রেস কর্মীদের দাবি, অবিলম্বে আমপান ক্ষতিগ্রস্ত অনুদান প্রাপ্তদের ব্লক ভিত্তিক তালিকা জেলার প্রতিটি বি.ডি.ও অফিসে, পঞ্চায়েত দফতর ও পুরসভা দফতরে প্রকাশ করতে হবে। জেলার সমস্ত বিদ‍্যালয়গুলিতে নিম্নমানের স‍্যানিটাইজার বাতিল করে স্বাস্থবিধি মেনে উন্নতমানের স‍্যানিটাইজার সরবরাহ করতে হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব‍্যবস্থা নিতে হবে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে আবার বন্ধ কলকাতা হাইকোর্ট

এই মর্মে আজকে মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।উপস্থিত ছিলেন রাজ্য নেতা শম্ভুনাথ চ্যাটার্জী, কুণাল বন্দোপাধ্যায়, রাজেশ হোসেন, দেবী দাস মহাপাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here