রাহুল গান্ধীর ওপর হামলার প্রতিবাদে কান্দিতে কংগ্রেসের পথ সভা

0
139

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর উপর হামলার প্রতিবাদে কান্দি বাসস্ট্যান্ডে কংগ্রেসের পথসভার আয়োজন করা হয় ।

শুক্রবার সকালে কান্দি বাসস্ট্যান্ডে কান্দি মহকুমা- কংগ্রেসের পক্ষ থেকে এক পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কান্দি কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম সিংহ সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা।

congress party protest | newsfront.co
পথ সভা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ হাতরাসের বিরুদ্ধে গানে কবিতায় প্রতিবাদ কান্দিতে

সম্প্রতি উত্তরপ্রদেশে হাথরাসে এক তরুণী কে গন ধর্ষণ করে তার ওপর নারকীয় অত্যাচার চালানো হয় ৷ অবশেষে তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রক্ষিতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু উত্তর প্রদেশের পুলিশ প্রশাসন বৃহস্পতিবার মাঝ রাস্তায় তাদের কে আটকে দেয় এবং মারধর করে বলে অভিযোগ করা হয়।

রাহুল গান্ধীর উপরে হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে রাজ্যের সমস্ত জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় । শুক্রবার এই নারকীয় ঘটনার প্রতিবাদে কান্দি বাসস্ট্যান্ডে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ পথসভার আয়োজন করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here