প্রধানমন্ত্রীর কাছে চার দফা দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অসংগঠিত শ্রমিক কংগ্রেস

0
37

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মহামারী ভাইরাসের মোকাবিলায় লকডাউনের কারণে অসংগঠিত কর্মীরা অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, তাই সর্বভারতীয় অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান অরবিন্দ সিং জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সমস্ত শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের পরিবারের অধিকার নিশ্চিত করতে ও সমস্ত সরকারি সুযোগ-সুবিধা এবং সরকারি শ্রমিক আইন অনুযায়ী নাম নথিভুক্ত করতে, প্রধানমন্ত্রীকে চিঠি, সোশ্যাল মিডিয়া এবং পোস্টকার্ডের মাধ্যমে দাবি জানান।

Press conference | newsfront.co
সাংবাদিক সম্মেলন। নিজস্ব চিত্র

আর এই সমস্ত বিষয়গুলি নিয়েই পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পার্টি অফিসে বেশকিছু অসংগঠিত শ্রমিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অসংগঠিত শ্রমিক কংগ্রেস।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরে রাজ্যে পূর্ব ঘোষিত কমপ্লিট লকডাউন হবে, মেট্রো চলবে ৮ থেকে

মূলত দাবিগুলো হল, শ্রমিকদের জীবিকা রক্ষা করা, বাধ্যতামূলকভাবে সমস্ত অসংগঠিত কর্মীদের নিবন্ধন করা এবং সরকারি নগদ জরুরিভাবে সকলকে স্থানান্তরিত করা সহ সকলকে রেশন সরবরাহ করা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শেখ জিয়াদ, সহ কয়েকজন কংগ্রেস নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here