নবদ্বীপ থেকে কৃষ্ণনগর হয়ে শিয়ালদহ রেলপথ, জুড়ে যাচ্ছে উত্তর-দক্ষিনবঙ্গ

0
312

শ্যামল রায়,নদীয়াঃ

নবদ্বীপ থেকে দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগকারী রেল সেতুটি গড়ে উঠলে আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে এলাকার মানুষের।নবদ্বীপধাম রেলস্টেশন থেকে উত্তরবঙ্গের সাথে যোগাযোগকারী এই শাখাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে। শিয়ালদহ থেকে সরাসরি বহু ট্রেন ব্যান্ডেল রেলস্টেশনে না গিয়ে কম সময়ের মধ্যে কৃষ্ণনগর থেকে সরাসরি নবদ্বীপ রেলস্টেশন হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে।
এর ফলে যাত্রীসাধারণের চরম সুবিধা হবে বলে জানা গিয়েছে।
তবে এই গঙ্গার উপর রেলসেতু তৈরীর জন্য জমি অধিগ্রহণের কাজ যেভাবে শুরু হয়েছে খুশি স্থানীয় বাসিন্দারা। জমি দাতারা কোনরকম অনিচ্ছা প্রকাশ করেননি। বলছেন রেলপথ হলে তাদের এখানকার অর্থনৈতিক অবস্থার যেমন আমূল পরিবর্তন ঘটে যাবে তেমনি যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি ঘটবে।সরকার নির্ধারিত মূল্য প্রদান করে তাদের জমি কিনছে তাই তাদের কোন বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না।
নবদ্বীপ ও পূর্ববর্ধমান জেলার কালনা মহকুমা অধিকাংশ মানুষ তাঁতি। তাই ট্রেন পথটি চালু হলে তাঁতিদের উৎপাদিত বস্ত্র বিভিন্ন জায়গায় নিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন এলাকার তার ব্যবসায়ীরা।এই প্রসঙ্গে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য তথা জেলা পরিষদের সদস্য হরিদাস দেবনাথ ও স্থানীয় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা জানিয়ে দিয়েছেন যে গঙ্গার উপর রেলসেতুটি চালু হয়ে গেলে এখানকার অর্থনৈতিক অবস্থার যেমন আমূল পরিবর্তন ঘটে যাবে তেমনি যোগাযোগ ব্যবস্থার একটা যুগান্তকারী পরিবর্তন ঘটে যাবে।

গঙ্গার উপর দিয়ে গড়ে উঠছে নব রেলপথ।নিজস্ব চিত্র

তাই আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথটি চালু হোক এবং নবদ্বীপ থেকে শিয়ালদহগামী ট্রেন পথে এখানকার মানুষজন যাতায়াত শুরু করুক।
নবদ্বীপের অনেকেই বলছেন একদিকে গঙ্গার উপর গৌরাঙ্গ সেতু অন্যদিকে রেলব্রিজ দুটির সমন্বয়কারী যোগাযোগকারী সেতু হিসেবে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটা আমূল পরিবর্তন ঘটে গেল যা কিনা অদূর ভবিষ্যৎ আমাদের অর্থনৈতিক ব্যবস্থার অনেকটাই সফলতা ভোগ করতে পারবো আমরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here