রাজ্যে সরকারী স্তরে সংযোগ প্রকল্প চালু

0
35

মনিরুল হক, কোচবিহারঃ

সাংগঠনিক ভাবে ‘দিদিকে বলো’ কর্মসূচী চালু করেছে তৃণমূল কংগ্রেস। এবার ওই দলেরই রাজ্য সরকার প্রশাসনিক স্তরে চালু করল সংযোগ প্রকল্প। রাজনৈতিক মহলের ধারণা ২১-এর বিধানসভাকে মাথায় রেখে গ্রাম থেকে গ্রামান্তরে দল এবং সরকারকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। আর এই লক্ষ্যেই জনসংযোগকেই হাতিয়ার করল তৃণমূল। এবার সরকারী স্তরে চালু হল সংযোগ প্রকল্প।

নিজস্ব চিত্র

মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজে গতি আনতেই এই প্রকল্প রাজ্যে শুরু করেছে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই প্রকল্পের প্রথম বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারা। এখানে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সরকারী কাজের গতি আনতেই এই সংযোগ প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এরফলে আমরাও বুঝতে পারব কাজের কোথায় ঘাটতি রয়েছে। এছাড়াও মন্ত্রী বলেন, লাল ফিতের বাঁধনে কোনো কাজ যাতে আটকে না থাকে সেদিকেও নজর দেওয়া যাবে। তাঁর দাবী রাজ্যে অনেক বড়ো বড়ো কাজ হয়েছে। এরই মাঝে যে ছোট কাজ বাকি রয়েছে সেগুলিকে এবারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নিজস্ব চিত্র

জেলা শাসক পবন কার্ডিয়ান বলেন, এ মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে। প্রতি মঙ্গলবার ব্লক ও গ্রামস্তরে মানুষের চাহিদার কথা শুনতে সরকারী আধিকারিকরা জনপ্রতিনিধিদের সাথে নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে যাবে। প্রতি সপ্তাহে ২৪ টি গ্রাম এইভাবে পরিদর্শন করা হবে বলে জানান জেলা শাসক। তিনি আরও বলেন, জনসংযোগ ক্যাম্প তৈরি করে অনলাই সিস্টেমের মাধ্যেমে মানুষের চাহিদার কথাও শুনবে প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here