নিজামুদ্দিন সেখ, বেলডাঙ্গা
সারা রাজ্য জুড়ে দিনের পর দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রভাব, যা সমস্ত রাজ্য বাসিকে চিন্তায় ফেলেছে। বর্ষার শেষে বিভিন্ন যায়গায় জল জমে, তাতেই ডেঙ্গু মশা ডিম পাড়ে ও বংশ বিস্তার করে। তাই ডেঙ্গু মোকাবিলার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে সমস্ত জেলা ও পৌরসভাকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেও ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে এক বিশেষ উদ্যোগ ও কর্মসূচি নিলো হরেকনগর এ. এম. ইনস্টিটিউশন।
বেলডাঙ্গা হরেকনগর এ. এম. ইনস্টিটিউশনের রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম জানান যে বর্তমানে সমস্ত দেশে যেভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছে তাতে সমাজে একটি আতঙ্ক সৃষ্টি হচ্ছে, তাই সমাজ সচেতনোতার জন্য আজ তাদের বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ও ছাত্রীরা হরেকনগর, আন্ডিরন, ও নপুকুরিয়া জুড়ে একটি ওয়ার্কসপের আয়োজন করে।এছাড়াও তিনি আরো জানান যে তারা ওই সমস্ত এলাকাতে ব্লিচিং পাওডার ছড়ায় ও ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সচেতন করে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584