“মানুষ যেখানে বিপদে পড়বে, অধিকার হারাবে, সেখানেই সংবিধানের প্রয়োজন হবে”: ডিস্ট্রিক্ট জজ শ্রী ইন্দ্রনীল

0
48

জৈদুল সেখ, বহরমপুর:

যে দিনটি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল সেই দিনটিকে স্মরণ করার জন্য ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। সংবিধান গৃহীত হয় ২৬ নভেম্বর ১৯৪৯ সালে। এটি ২৬ জানুয়ারী ১৯৫০ সালে কার্যকর হয়েছিল। ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখে সংবিধান এবং গণপরিষদ মিলিত হয়েছিল। উচ্চস্বরে ও দীর্ঘায়িত সমর্থনে রাষ্ট্রপতির সংবিধান পাসকে স্বাগত জানানো হয়েছিল।

Constitution Day
নিজস্ব চিত্র

সিনির উদ্যোগে কনস্টিটিউশন ডে উপলক্ষে বহরমপুর সঞ্জয় রিজেন্সি হোটেলে শুক্রবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ডিস্ট্রিট জজ শ্রী ইন্দ্রনীল অধিকারী মহাশয় এবং ডিএলএসএ সেক্রেটারি সুব্রত ঘোষ মহাশয়, এছাড়াও প্যানেল অ্যাডভোকেট ও পিএলভি এবং জেলার ৬০ জন এনজিও রিপ্রেজেনটেটিভগণ।

meeting
নিজস্ব চিত্র

ভারতীয় সংবিধান এবং আইন দিবস পালন অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট জজ শ্রী ইন্দ্রনীল অধিকারী মহাশয় বললেন যে, “মানুষ যেখানে বিপদে পড়বে, অধিকার হারাবে, সেখানেই সংবিধানের প্রয়োজন হবে।” সংবিধান আমাদের সুযোগ করে দিয়েছে সবার পাশে দাঁড়ানোর। তিনি সবাইকে অনুরোধ করেন সমাজে সবাইকে সাহায্য করতে।
ডি এল এস এ সেক্রেটারি শ্রী সুব্রত ঘোষ মহাশয় বললেন যে অনেক মানুষ সাহায্য চান আইনের ব্যাপারে তার জন্য DLSA আছে মানুষের পাশে আগেও ছিল এখনো আছে।

আরও পড়ুনঃ প্রথমবার ভারতে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি, NFHS রিপোর্ট

সিনির পক্ষ থেকে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য ডিএলএসএকে ধন্যবাদ জানানো হয়। সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী বলেন যে, “DLSA আছে বলে গরিব মানুষ ভরসা পান।কনস্টিটিউশন ডে তে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলাম আমরা সকল NGO মিলে। “

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here