রাম মন্দির নির্মাণ উজ্জীবিত করবে ভারতকেঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ

0
116

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

রামমন্দির নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের ৫ অগাস্ট। অযোধ্যায় রাম মন্দির ভূমি পূজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দেশের শীর্ষ আদালতের রায়ে মিটেছিল রাম জন্মভূমি নিয়ে চলা দীর্ঘদিনের বিতর্ক। এই রাম মন্দিরই ভারতের আভ্যন্তরীণ ক্ষমতা বাড়াবে, বাৎসরিক সভায় অভিমত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের।

ram temple | newsfront.co

সংঘের বিশিষ্ট সদস্যদের নিয়ে অতি সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হল বাৎসরিক মিটিং ‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা’। এই প্রথম করোনা অতিমারীর কারণে সংঘের বাৎসরিক সভা নাগপুরের পরিবর্তে বেঙ্গালুরুতে আয়োজিত হয়। দীর্ঘদিন পরে সংঘের নতুন নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দত্তাত্রেয় হোসাবলে। তিনি কর্ণাটকের দীর্ঘদিনের আরএসএস নেতা, এর আগে সাধারণ সম্পাদক ছিলেন সুরেশ ভাইয়াজি জোশী। এছাড়াও রাম মন্দির নির্মাণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয় অখিল ভারতীয় প্রতিনিধি সভা।

আরও পড়ুনঃ অভিনেতা সোনু সুদকে সম্মান স্পাইসজেটের

এছাড়াও মিটিংয়ে বলা হয় রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের লক্ষ্যে দেশ জুড়ে যা কিছু কর্মসূচী নেওয়া হয়েছে তার প্রতিটি দেশের আধ্যাত্মিক চেতনার উন্মেষ , জাতীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ বজায় রাখার লক্ষ্যেই এগিয়েছে।

আরও পড়ুনঃ সুখী দেশের তালিকায় ১৩৯ তম ভারত

রাম মন্দির নির্মাণ প্রমান করেছে যে ভগবান রামের নামে সারাদেশ একই সূত্রে বাঁধা। অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের ফলে মানুষ শ্রী রামচন্দ্রের আদর্শ থেকে শিক্ষা নেবেন একইসঙ্গে জাতীয় ও সামাজিক মূল্যবোধের উন্নতি হবে। সারাদেশের সাধারণ মানুষ যেভাবে রাম মন্দিরের নির্মাণকল্পে এগিয়ে আসছেন তাতে সঙ্ঘ পরিবার অভিভূত, একথাও সভায় বলা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here