নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মুখ্যমন্ত্রী সব কিছু স্বাভাবিক করতে সময় দিয়েছেন ৭ই জুন পর্যন্ত। ৮ই জুন থেকে রাজ্যে সব অফিস চালু হবে। আর তার আগেই গ্রামবাসীদের দাবি মেনে কাজ শুরু হল গাইসালে। তবে সামাজিক দুরত্ব এবং করোনা প্রতিরোধের নিয়ম মেনে মাস্ক পড়ে ইসলামপুর ব্লকের গাইসাল দুই গ্রাম পঞ্চায়েতের কদমবস্তি এলাকায় পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, ওই রাস্তাটি সম্পন্ন না হওয়ায় এলাকার বাসিন্দাদের জোরালো দাবি উঠেছিল পূর্ণাঙ্গ রাস্তা তৈরির। গ্রাম পঞ্চায়েত প্রধান ললিত সিংহ জানান, এদিন মহকুমাশাসক খুরশিদ আলম আসেন পর্যবেক্ষণে।
আরও পড়ুনঃ রাতারাতি বদলে গিয়েছে জটেশ্বরের চেনা চিত্র
শ্রমিকদের দিয়ে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে স্যানিটাইজার এবং সকলের মুখেই রয়েছে মাস্ক। দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ বন্ধ হয়ে রয়েছে। সামনেই বর্ষা। এলাকার বাসিন্দাদের দাবি মেনে তাই বর্ষার আগেই তিনশো মিটারেরও বেশি ওই রাস্তা নির্মাণের কাজ শেষ করা হচ্ছে বলে মত প্রধানের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584