নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
আগামি ১০ ডিসেম্বর মালদহ গৌড়কন্যা সেন্ট্রাল বাস টার্মিনাসে নব নির্মিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পূর্ণাঙ্গ নতুন টার্মিনাসের উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু আধিকারি। উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এই বাস টার্মিনাস।
ইতিমধ্যে শুরু হয়েছে শেষ মুহুর্তের প্রস্তুতির কাজ।নতুন টার্মিনাস তৈরী হওয়ার ফলে যাত্রী পরিষেবায় আরো সুবিধা হবে। ইংরেজবাজার পৌরসভার উপপৌর প্রধান দুলাল সরকার জানান,পূর্ণাঙ্গ “গৌড় কন্যা”নতুন বাস টার্মিনাসের উদ্বোধন করতে অগামি ১০ ডিসেম্বর মালদহে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি আসবেন। পাশাপাশি অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিরাও উপস্থিত থাকবেন।
মালদহ শহরের যানজট সমস্যা সমাধানে শহরের বাইরে আমবাজার সংলগ্ন এলাকায়, ইংরেজবাজার পৌরসভা অধিনস্ত জায়গায় তৈরী হয় গৌড়কন্যা সেন্ট্রাল বাস টার্মিনাস।সরকারি ও বেসরকারি বাসগুলি বর্তমানে এখান থেকেই যাতাযাত করে।কিন্তু চালু হওয়ার প্রায় দুই বছর পরেও নতুন টার্মিনাস থেকে সরকারি বাস চলাচল করলেও ছিলনা যাত্রী পরিষেবার পূর্ণাঙ্গ পরিকাঠামো।ফলে যাত্রীদের পাশাপাশি কর্মীদেরও সমস্যায় পড়তে হত।সরকারি বাসের বিভিন্ন কাজ থেকে তেল ভরা,গাড়ি মেরামতি,আরো অনান্য কাজের জন্য শহরের মধ্যে পুরনো ডিপোতে যেতে হতো।ফলে যানজটের সমস্যায় সৃষ্টি হতো।অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়কন্যা সেন্ট্রাল বাস টার্মিনাসের একাংশে তৈরী করা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিস টিকিট কাউন্টার।এমনকি কর্মীদের সুবিধার জন্য সেখানেই তৈরী করা হয়েছে ডিজেল পাম্প, গ্যারেজ,গাড়ির ওয়াকসব সহ সমস্ত কিছু।সমস্ত পরিকাঠামো তৈরীর কাজ প্রায় শেষের দিকে।আগামী ১০ ডিসেম্বর নতুন এই টার্মিনাসের উদ্বোধন করতে আসছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584