নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ঘোলাই মোড় শাখার সামনে বুধবার বিক্ষোভ দেখায় গ্রাহকেরা। এই ব্যাঙ্কের শাখায় রয়েছে এলাকার বহু চাষীর বিভিন্ন অ্যাকাউন্ট। ঋণ আদানপ্রদানের মাধ্যমে গরীব চাষীরা চাষের কাজ করেন।
কিন্তু এই মুহূর্তে উনাদের দাবি, নিয়মিত ভাবে ঋণের কিস্তির টাকা পরিশোধ করা সত্ত্বেও বুলবুল ও আমপান সময়কালে ইনসিওরেন্সের টাকা মকুব হওয়ার কথা থাকলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিছু চাষীকে এই সুযোগ দিয়ে বাকিদের বঞ্চিত করেছেন।
আরও পড়ুনঃ শিক্ষক স্বামীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ, পঞ্চায়েত সদস্যা স্ত্রীর
তাই বঞ্চিত চাষীদের উদ্যোগে বুধবার এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে গিয়ে দাঁতন থানার পুলিশ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহকদের অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইচ্ছাকৃত ভাবে গ্রাহকদের হয়রানি করছে। বিভিন্ন সুযোগ সুবিধা থেকে গ্রাহকদের বঞ্চিত করা হচ্ছে।ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584