নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুরাতন মালদহে এক রেশন দোকানে পোকা ধরা সামগ্রী এবং পরিমাণে কম চাল, আটা দেওয়ার অভিযোগ উঠেছে। পুরাতন মালদহ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক রেশন ডিলারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন গ্রাহকরা। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
সরকারি নিয়ম অনুযায়ী যার সাত কেজি চাল ও দু’কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা পাওয়ার কথা, তাকে দেওয়া হচ্ছে পাঁচ কেজি চাল এবং দু’কেজি আটা। প্রাপ্য চাল, আটা চাইতে গেলে মিলছে ধমক।
আরও পড়ুন: হাতিনগরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মী
এক গ্রাহককে চারটি পিএইচএইচ কার্ডে ২৮ কেজি চাল দেওয়া হলেও তা ছিল অত্যন্ত নিম্নমানের ও পোকা ধরা। প্রাপ্য আটার পরিমাণ ১১ কেজি ৪০০ গ্রাম হলেও তিনি পেয়েছিলেন দশ কিলো আটা। নিজের পাওনা বুঝতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ।
রেশনে পোকায় কাটা সামগ্রী ও কম চাল, আটা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। শুরু হয় বিক্ষোভ। পরে রেশন ডিলার কুণাল দাস নিজের ভুল স্বীকার করে নিলে গ্রাহকরা শান্ত হন। পোকায় কাটা এবং দু’রকম চাল প্রসঙ্গে তিনি জানান, চাল দু’মাস পুরোনো। তাই পোকায় কেটেছে। এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584