নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। করোনা বিধি মেনে পুজো হলেও রাস্তায়,প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড়ে করোনা বিধি চোখে পড়েনি আদৌ। পুজো কাটতে না কাটতেই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। আর তার জেরেই বেশ কয়েকটি জেলায় ফিরছে মাইক্রোকন্টেনমেন্ট জোন।

হাওড়া জেলা প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে মাইক্রোকন্টেনমেন্ট জোন। হাওড়া পুরসভার ১০টি ওয়ার্ডের ১৪টি জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে, সেই তালিকাও প্রকাশ করেছে জেলা প্রশাসন। সেই সঙ্গে সপ্তাহে একদিন লকডাউন জারি করা হয়েছে হাওড়া সিটি পুলিসের অধীনস্থ সবকটি থানা এলাকায়। সঙ্গে থাকছে কঠোর রাত্রিকালীন বিধিনিষেধও।
আরও পড়ুনঃ বাড়ছে সংক্রমণ, দুটি ডোজের পরেও প্রয়োজনে বুস্টার ডোজ নেওয়ার বার্তা এইমস প্রধানের
এছাড়াও মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হয়েছে ১২ টি ব্লকের ২৬ টি গ্রাম পঞ্চায়েত ও ৭ টি পুরসভার ৩০টা ওয়ার্ডকে। শনিবার হুগলী জেলার শ্রীরামপুর, উত্তরপাড়া, চন্দননগর, বলাগড়, সিঙ্গুরের মত আরও বেশ কয়েকটি জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে হুগলী জেলা প্রশাসনের তরফে। সংক্রমণের মাত্রা বেশি কলকাতা, হাওড়া, হুগলিতে। সেই কারণে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে পরিস্থিতি হাতের বাইরে না যাওয়ার জন্য একদফা নির্দেশিকা জারি করেন রাজ্যের মুখ্যসচিব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584