সংক্রমিত এলাকা বাড়ল রায়গঞ্জে

0
44

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জে ফের করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মেলায় মহারাজপুর এলাকাকে ‘কন্টেনমেন্ট জোন’ (সংক্রমিত এলাকা) করা হয়েছে। ওই যুবকের সংস্পর্শে কারা এসেছিলেন, তার খোঁজ শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। আক্রান্তের পরিবারের লোকেদের লালারস সংগ্রহ ও তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ শুরু হয়েছে।

tharmal test | newsfront.co
নিজস্ব চিত্র

জেলার এসিএমও এইচ রবীন্দ্রনাথ প্রধান জানান, ‘করোনা আক্রান্ত জেলার বাসিন্দারা কোভিড হাসপাতালে আপাতত সুস্থ রয়েছেন।’ রায়গঞ্জ পুলিশ জেলার এক আধিকারিকের দাবি, মহারাজপুর এলাকার ওই যুবক পুলিশের নজর এড়াতে বিহার থেকে হেঁটে রায়গঞ্জের নাগর নদী পার হয়ে বাড়িতে ফেরেন।

আরও পড়ুনঃ স্বাস্থ্য বিধি মানা নিয়ে মুচলেকা দিচ্ছেন ফিরে আসা শ্রমিকরা

মহারাজপুর এলাকার বাসিন্দা ওই যুবক ৭ মে বাড়িতে ফেরেন। বিষয়টি জানার পরে ১০ মে স্বাস্থ্যকর্মীরা তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। সেখানেই তাঁর লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়।

অন্য দিকে, নদনা এলাকার বাসিন্দা গুজরাতের আহমেদাবাদে শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিহারের কিসানগঞ্জে লালারস পরীক্ষায় তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। ৭ মে কিসানগঞ্জ জেলা প্রশাসন তাঁকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের হাতে তুলে দেয়। তাঁর লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়। সেই রিপোর্টও ‘পজ়িটিভ’ এসেছে। এর আগে ৯ মে কলকাতা ফেরত রায়গঞ্জ ও হেমতাবাদ ব্লকের ৩ জন করোনায় আক্রান্ত হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here