মোহনা বিশ্বাস, হুগলীঃ
গেঞ্জি কারখানা থেকে নির্গত বর্জ্যপদার্থ মিশছে কুন্তল নদীতে। ফলে চর্মরোগে ভুগছেন সর্বমঙ্গলা পাড়ার আদিবাসীবৃন্দ। হুগলীর পান্ডুয়া থানার অন্তর্গত হরালদাসপুর এলাকার ঘটনা। দীর্ঘদিন ধরে ঐ গেঞ্জি কারখানা থেকে নির্গত বর্জ্যপদার্থ হরালদাসপুর এলাকা সংলগ্ন কুন্তল নদীতে গিয়ে পড়তো। ফলে সমস্যায় পড়েন গ্রামবাসীরা।
ওই নদীর জলই ছিল গ্রামবাসীদের একমাত্র ভরসা। চাষবাস থেকে শুরু করে প্রাত্যহিক জীবনেও কুন্তল নদীর জল ব্যবহার করতো গ্রামবাসীরা। কারখানার নোংরা জলে নদীর জল দূষিত হয়ে যাওয়ায় চর্মরোগ দেখা দিচ্ছে গ্রামে। এমনকি নদীর জল পান করে মারা যাচ্ছে গবাদি পশুও।
কারখানার দূষিত জল নদীতে মিশে নদীটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
সেই অভিযোগের ভিত্তিতে কারখানায় নোটিশ দেয় হরালদাসপুর পঞ্চায়েত। নদীতে কারখানার দূষিত পদার্থ না ফেলার নির্দেশ দেয় গ্রামপঞ্চায়েত। এই নিষেধাজ্ঞা অমান্য করলে কারখানা বন্ধের নোটিশ পাঠানো হবে বলে জানান পঞ্চায়েত আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584