নেই ক্ষতিপূরণের ব্যবস্থা,অব্যাহত হাতির হানা,বাড়ছে ক্ষোভ

0
58

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Continuing elephant attack at birpara
নিজস্ব চিত্র

হাতির হানা অব্যাহত মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায়।লাগাতার হাতির অত্যাচারে নাজেহাল বাগান বস্তি উভয় এলাকার বাসিন্দারা।ক্ষোভ বাড়ছে বন দপ্তরের উপর।শুক্রবার রাতে ফের হানা দিল মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগানে।

Continuing elephant attack at birpara
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রায় ৮/১০ টি হাতির একটি দল ডিমডিমা চা বাগানের তেরেঞ্জু লাইনের বাসিন্দা মরিয়ানুস খাড়িয়া, তিতরি খাড়িয়া, বুধি খাড়িয়া সহ পৃথক চারটি শ্রমিক আবাসে তান্ডব চালিয়ে দেওয়াল ভেঙ্গে ফেলে।হাতির তান্ডবে আতঙ্ক ছড়িয়ে পরে সমগ্র শ্রমিক মহল্লায়।

Continuing elephant attack at birpara
নিজস্ব চিত্র

অপর দিকে হাতির হানায় চা বাগান এলাকায় কোনরূপ সরকারি ক্ষতি পূরনের ব্যবস্থা না থাকায় ক্রমশঃ শ্রমিকদের ক্ষোভ বাড়ছে বন দপ্তরের উপর।

আরও পড়ুনঃ রাতের ঝড়ে লণ্ডভণ্ড বারবিশা

এবিষয়ে ওয়াইড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “বাগানের ক্ষেত্রে ক্ষতি পূরন দেওয়ার ব্যবস্থা নেই।তবে বাগানের নন ওয়ার্কারদের ক্ষতি পুরনের বিষয়টি ভেবে দেখা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here