নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রামের করোনা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল ঝাড়গ্রামের করোনা হাসপাতালে কর্মরত ঠিকা কর্মীরা। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ করোনা হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখানো শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ।
বিক্ষোভকারীদের দাবি, করোনা হাসপাতাল চালু হওয়ার পর থেকেই আমরা করোনা হাসপাতালে কাজ করছি। কিন্তু দিনে দিনে করোনা রোগীর সংখ্যা কম হওয়ায় ঠিকাদার তাদের এক-দুজন করে কর্মী ছাটাই করা শুরু করেছে।
আরও পড়ুনঃ নির্বাচনের আগেই শিবসেনাতে যোগদানের হিড়িক
গায়েত্রী মাহাতোর অভিযোগ, ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ প্রায় ২০ জন কর্মীকে ঠিকাদার কাজে আসতে বারণ করে। তারা জানায়, তাদের যখন কাজ দেওয়া হয় তখন তাদেরকে ঠিকাদার বলেন, তাদের বেতন ১০ হাজার ৫০০ টাকা এবং ৬০ বছর পর্যন্ত তারা কাজ করতে পারবে ।
কিন্তু তারপরে দেখা যায় তাদের হাতে ৬ হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে। বাকি ৪ হাজার ৫০০ টাকা পিএফের নামে কাটা হয়। কিন্তু তাদের পিএফের কোনো কাগজ দেওয়া হয়নি। তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এমনটাই জানা যাচ্ছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584