নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী ২৭ শে মার্চ ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে নির্বাচন হবে। তার প্রাক্কালে প্রতিদিন শিবসেনা দলে মানুষ যোগদান করছেন বলে দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসুদন সিংহ জানান।
সোমবার ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে এসে বেলপাহাড়ি এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের বেশকিছু কর্মী শিবসেনা দলে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলেদেন দলের ঝাড়গ্রাম জেলা সভাপতি মধুসুদন সিংহ। উল্লেখযোগ্য ভাবে যোগদান করেন বিশিষ্ট লেখক জয়দেব দাস,তার হাতেও তিনি পতাকা তুলে দেন।
আরও পড়ুনঃ ভোট লুটের আশঙ্কায় পুলিশ কমিশনারের কাছে অভিযোগ বিজেপি’র
সেইসঙ্গে মধুসুদন সিংহ বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও বহু মানুষ শিবসেনা দলে যোগদান করবেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে। যারা শিবসেনা দলে যোগদান করেছেন তাদের সকলকে তিনি স্বাগত জানিয়েছেন। এবং বিধানসভা নির্বাচনে দলের যিনি প্রার্থী হবেন তাকে জয়ী করার জন্য কাজ করারও নির্দেশ দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584