দক্ষিণ দিনাজপুরে দুটি গণনা কেন্দ্র, কারচুপি হতে পারে অভিযোগ বিরোধীদের

0
131

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি হিসেবে আজ পয়লা মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সর্বদলীয় বৈঠক করা হয়। এই বৈঠকে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম দলগুলো সহ জেলার সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করলেন জেলা প্রশাসন ।

meeting | newsfront.co
বৈঠক ৷ নিজস্ব চিত্র

এই বৈঠকে বাম ও বিজেপির তরফ থেকে জেলায় দুটি জায়গায় কাউন্টিং ভেন্যু করার কারণে কারচুপি হতে পারে বলে বিরোধীরা অভিযোগ জানান জেলা প্রশাসনকে । বালুরঘাট কলেজ ও ও বুনিয়াদপুর কলেজ এই দুটি কাউন্টিং ভেন্যু থাকছে দক্ষিণ দিনাজপুর জেলায় । আর সেই কারণেই ভোট গণনায় কারচুপি হতে পারে বলে অভিযোগ তুলল বিরোধীরা ।

south dinajpur dm office | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি বিজেপির পক্ষ থেকে পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও কারচুপি হতে পারে বলে অভিযোগ তোলা হয়েছে ।যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি নস্যাৎ করে দেওয়া হয়েছে । তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে এর আগে একটি সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছিলাম নির্বাচন কমিশন যা ভালো বুঝবে তাই করবে।

আরও পড়ুনঃ ভোট লুটের আশঙ্কায় পুলিশ কমিশনারের কাছে অভিযোগ বিজেপি’র

সেইমতো কোভিড পরিস্থিতির জন্য রাজ্যের সমস্ত জেলার মতোই আমাদের জেলাতেও যেমন ৪৫০ টি পোলিং স্টেশন বেড়ে গেছে তেমনি কোভিড সর্তকতা মানতে জেলার দুটি মহকুমায় দুটি কাউন্টিং স্টেশন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে । এটি শুধু আমাদের জেলায় নয় সারা রাজ্যে প্রতিটি জেলায় এই ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here