নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কাজ শেষ করার দীর্ঘদিন পরও বিল না পাওয়ার অভিযোগে প্রতিবাদে সরব হলেন ঠিকাদাররা। বুধবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ঠিকাদাররা। ঠিকাদারদের অভিযোগ, অতি বর্ষায় নদী ভাঙ্গন এবং পোলট্রি সেডের কাজ শেষ করার পরও দীর্ঘদিন পার হয়ে গেল তবুও তারা তাদের কাজের টাকা পাচ্ছেন না।
আরও পড়ুনঃ বিশেষ চাহিদা সম্পন্নদের নবান্ন অভিযান আটকাল পুলিশ
ঠিকাদার মমতাজুল হক জানান, “প্রায় ৬০ জন ঠিকাদার পোলট্রি ফার্ম এবং নদী ভাঙ্গনের কাজে যুক্ত ছিলাম। দীর্ঘ দিন আগে কাজ শেষ করা হয়েছে। কিন্তু আজও আমরা সেই কাজের বিল পাইনি।” এদিকে নির্বাচনের আগে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়তে তালা ঝোলানোকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব দাস জানান, “যে সমস্যার উদ্ভব হয়েছিল তা মিটে গেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584