সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
নিজেদের একাধিক দাবী নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে কলেজের মধ্যে অবস্থান বিক্ষোভ আই টি আই কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের।
এদিন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার গভঃ আই টি আই কলেজের মধ্যে নিজেদের বার্ষিক পুনঃচুক্তি সহ বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবীতে কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা হাতে প্ল্যাকার্ড নিয়ে কলেজের মধ্যে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেন। ফলে ব্যাহত হয় কলেজের স্বাভাবিক পরিষেবা।
আরও পড়ুনঃ বুনিয়াদপুরে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি
বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকাদের দাবি গত ৩ মাস বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি তাদের বার্ষিক পুনঃ চুক্তির প্রক্রিয়াও করা হয়নি। ফলেই বিপাকে পড়েছে তারা। অবশ্য এ বিষয়ে একাধিকবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার জানানোর পরও মেলেনি সুরাহা।
অবশেষে নিজেদের দাবী আদায়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেছেন কলেজের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিরা। অন্যদিকে বিক্ষোভ এর ঘটনায় কোন প্রতিক্রিয়া মেলেনি কলেজের অধ্যক্ষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584