ধর্ষণের ঘটনা কমাতে বাড়ীর পরিবেশ ঠিক করতে হবে, নিদান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের

0
65

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

‘‘আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লাভ অ্যাফেয়ার বলবেন… না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে… আমি পুলিশকে বলেছি, ঘটনাটা কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লভ অ্যফেয়ার ছিল শুনেছি।“ হাঁসখালি ধর্ষণ প্রসঙ্গে এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এর পরেই ধর্ষণের ঘটনা কমাতে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় দিলেন নতুন ‘নিদান’ ।

controversial comment of tmc mp
ছবিঃ এএনআই

তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এদিন বলেন দেশে যেভাবে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে আর তার বেশীরভাগ ঘটে বাড়ির লোকজনের হাতে। তাই আগে দরকার বাড়ির পরিবেশ ঠিক করা। আর তৃণমূল সাংসদের এই নয়া তত্ব নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন বিরোধীরা। তাঁদের দাবি ধর্ষণ প্রসঙ্গে মমতার মন্তব্য যেমন অত্যন্ত অসংবেদনশীল তেমনই তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের মন্তব্যের ফলে লঘু করে দেখানো হচ্ছে ধর্ষণের মত গুরুতর অপরাধকে।

আরও পড়ুনঃ হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার, হাতাহাতি থেকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠলো আইনজীবীদের বিরুদ্ধে

 

তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ২০১৭ সালে দেশে ৩৪ হাজার যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। যেখানে ৯৩ শতাংশ এই ধরনের জঘন্য, পাশবিক ঘটনা ঘটে পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মাধ্যমে কিংবা বন্ধুবান্ধবের মাধ্যমে। সুতরাং, এই বিষয়টি মাথায় রেখে আমাদের প্রতিবাদ করা উচিত, সমালোচনা করা উচিত। কারণ আমার বাড়িতে যদি এ রকম পরিবেশ থাকে, এ রকম ঘটনা ঘটতে পারে, তা হলে আমার উচিত হবে বাড়ির পরিবেশটাকে প্রথমে পরিষ্কার করা।“ পাশাপাশি তাঁর দাবি, হাঁসখালির ঘটনা নিয়ে নিন্দনীয় রাজনীতি চলছে।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here