নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার বসন্তপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দেন, পুলিশ যদি তৃণমূলকে সহায়তা করে তাহলে তৃণমূল এর সাথে সাথেই ট্রিটমেন্ট করা হবে পুলিশেরও।সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছে বিজেপি রাজ্য সভাপতি।
পাশাপাশি রাজনৈতিকভাবে তৃণমূলের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ । শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে চলা রাজনৈতিক তরজাতে প্রশ্ন করা হলে দীলিপবাবু স্পষ্ট ভাষায় জানান,শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপির কোন মাথাব্যথা নেই।শোভন চট্টোপাধ্যায়কে ভবিষ্যতে দলে নেওয়া হবে কিনা সে বিষয়ে ও যথেষ্ট ধোঁয়াশা রেখেছেন দিলীপ ঘোষের।তার কথায় আগে শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ো তারপরই তাকে দলে নেওয়া হবে কিনা ভাবনা-চিন্তা করা হবে।
আরও পড়ুনঃ বীরভূমে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584