মনিরুল হক, কোচবিহারঃ
উদয়ন গুহের পর এবার রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে পোষ্টার পড়ল কোচবিহারে। শনিবার কোচবিহার শহরের পুলিশ লাইন মোড় এলাকায় ট্রাফিক পয়েন্টে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের ছবি দেওয়া ওই পোষ্টার পড়ে।সেখানে লেখা রয়েছে,“কোচবিহারে তৃণমূল কংগ্রেসকে শেষ করার কারিগর।”
গতকাল কোচবিহার শহরের হরিশ পাল মোড় এলাকায় দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহের পোস্টারে লেখা ছিল “আমি বাঘের বাচ্চা/ তৃনমূলে এসেছি দল টিকে ধ্বংস করতে।” কিন্তু কে বা কারা ওই পোষ্টার লাগালো,তা দুটো পোস্টারের ক্ষেত্রেই উল্লেখ করা হয় নি।পরপর এভাবে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার প্রথম সারির দুই নেতার নামে এমন পোষ্টার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ নম্বর ব্লক সভাপতি খোকন মিয়া ও কোচবিহার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আজিজুল হক দুজনেই ক্ষোভ উগড়ে দিয়ে একই সুরে জানিয়েছেন,“ভাবে দলের প্রথম সারির নেতাদের নামে পোষ্টার দিয়ে কুৎসা করা কোন ভাবেই মেনে নেওয়া হবে না।সাহস থাকলে প্রকাশ্যে,নাম লিখে পোষ্টার দিয়ে দেখুক। আমরা কি করতে পারি।”
গতকাল কোচবিহার জেলা পরিষদের বোর্ড গঠন করা হয়।দীর্ঘ দিন থেকে আব্দুল জলিল আহমেদ সভাধিপতি হবেন বলে জল্পনা থাকলেও শেষ অব্দি উমাকান্ত বর্মণকে সভাধিপতি করা হয়। এতে ক্ষুব্ধ আব্দুল জলিল আহমেদ অনুগামীরা জেলা পরিষদ চত্বরে ক্ষোভে ফেটে পড়ে। তাঁরা বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ,বিধায়ক উদয়ন গুহর ছবি থাকা পোস্টারে জুতার মালা পরিয়ে বিক্ষোভ দেখান হয়।
আরও পড়ুনঃ মন্ত্রী ও বিধায়ক এর ছবিতে জুতোর মালা পরিয়ে মিছিল
এমনকি আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়।এরপরেই কোচবিহার শহরের হরিষপাল মোড় এলাকায় উদয়ন গুহকে নিয়ে একটি পোষ্টার পড়তে দেখা যায়। প্রাথমিক ভাবে আব্দুল জলিল আহমেদের আনুগামীরা এমনটা করেছে বলে সন্দেহ করা হয়।কিন্তু এদিন ফের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে পোষ্টার পড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584