সুদীপ পাল,বর্ধমানঃ
নীলরতন সরকার হাসপাতালে ১৬ টা কুকুর ছানাকে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। রাজ্যের এবং রাজ্যের বাইরে বহু মানুষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কিন্তু বর্ধমান শহরের চিকিৎসক ডা.অনির্বাণ বিশ্বাস ফেসবুকে এই ঘটনার স্বপক্ষে দাঁড়িয়েছেন।তাঁর মন্তব্য পোষ্ট করার পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।ডা.অনির্বাণ বিশ্বাস লিখেছেন ‘হাসপাতালে যখন ওয়ার্ডে কুকুর ঘুরে বেড়ায়,রোগীকে কামড়ায় তখন এই পশু প্রেমিকরা কোথায় থাকে?তিনি লিখেছেন, এনআরএসে যা হয়েছে তা একটু ক্রুড,কিন্তু ঠিকই আছে।বেশ করেছে এনআরএস।’ শহরের অতি পরিচিত একজন চিকিৎসকের এহেন মন্তব্যকে ঘিরে কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতেই নয় মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে তীব্র ধিক্কার জানালো বর্ধমানের পশুপ্রেমী সংগঠন ভয়েস ফর দি ভয়েসলেশ এবং বর্ধমান সোসাইটি ফর এ্যানিমাল ওয়েলফেয়ার।কুকুর নিধনের প্রতিবাদ হিসাবে বর্ধমানে অনুষ্ঠিত হতে চলা একটি উৎসবে আলাদা করে পথপশুদের চিকিৎসা ও তাদের প্রতি যত্ন নেবার আবেদন নিয়ে একটি আলাদা স্টল ও প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুনঃ ব্রিগেড সভার জন্য পিছল পরীক্ষার দিন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584