সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে পোস্টার। দলের একাংশের বিরুদ্ধেই এই পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে।
জানা গেছে, বাজার থেকে বাসস্টান্ড ,রেলস্টেশন থেকে দলীয় কার্যলয় সর্বত্রই এই পোস্টারে ছেয়ে গেছে । ‘গিয়াস মোল্লা হঠাও তৃণমূল বাঁচাও ‘। নতুন প্রার্থীর জন্য আবেদন করে এই পোস্টার সাঁটানো হয়েছে ।
দলের একাংশ ক্ষুব্ধ হওয়াতেই এই ধরণের পোস্টার সাঁটানো হয়েছে, মত বিরোধীদের । অনেকে দল ত্যাগ করেছেন গিয়াস মোল্লার কারণে । দলে দুর্নীতি, স্বজন পোষণের জেরে গিয়াস মোল্লাকে হঠানোর দাবি বলে মতামত প্রকাশ করেছে রাজনৈতিক মহল ।
আরও পড়ুনঃ নামখানা ব্লক সভাপতি পরমেশ্বর মন্ডলের পদত্যাগ
মগরাহাট পশ্চিম কেন্দ্রের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার বিভিন্ন কেন্দ্র যেমন, উস্থি,হটুগঞ্জ ,শিরাকল,সেরপুর মোড়ে এই পোস্টার সাঁটানো হয়েছে । যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584