নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিতর্ক পিছু ছাড়ে না নোবেলকে নাকি, নোবেল বিতর্কের পিছনে ছোটে?– এটা একটা বড় প্রশ্ন সারেগামাপা খ্যাত ওপার বাংলার সঙ্গীত শিল্পী নোবেলকে ঘিরে৷
এপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র হাত ধরেই প্রতিভা প্রকাশের সুযোগ পান নোবেল। প্রশংসিত হন ভালরকমের। অনুরাগীর সংখ্যা বাড়তে থাকে তড়তড়িয়ে। কিন্তু বেশিদিন অনুরাগীদের মোহ টেকেনি। ঔদ্ধত্য স্বভাব আর বেসামাল মন্তব্যের কারণে নোবেল বারবার জড়িয়ে পড়েন বিতর্কে।
২৪ বছর বয়সী এই তরুণের নানান কীর্তিতে শোরগোল লেগেই থাকে নেটপাড়ায়। কখনও বাংলাদেশের রকস্টার জেমসকে জড়িয়ে অশ্লীল পোস্ট, আবার কখনও ভারতের প্রধানমন্ত্রী মোদীকে টার্গেট করে নানান কুমন্তব্য, কখনও বা বাংলাদেশের টিভির সাংবাদিককে মোবাইল ফোনে অপহরণের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন নোবেল। আর এবার তাঁর ঠিকানা হল পাগলা গারদ।
আরও পড়ুনঃ স্পেশাল চাইল্ডদের ভ্যাকসিনের ব্যবস্থা করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাশে আছেন উডল্যান্ডের সিইও
বৃহস্পতিবার পাবনার এক বিখ্যাত মানসিক হাসপাতাল থেকে নিজের ভিডিয়ো পোস্ট করেন নোবেল। সোশ্যাল মিডিয়ায় নোবেলের পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মানসিক হাসপাতালের চেম্বারে চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে গ্রিলের এপারে দাঁড়িয়ে গলা ছেড়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘সোনার বাংলা’ গাইছেন তিনি। ক্যাপশনে নোবেল লিখেছেন- “নোবেল ম্যানের ‘জাতীয় সঙ্গীত’ পরিবেশনা। মানসিক হাসপাতাল, পাবনা, বাংলাদেশ।” এরপর একটি লাভচিহ্ন। ভিডিয়োতে নোবেলের পাশে তাঁর স্ত্রীকেও দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ নুসরতের উদ্যোগে বসিরহাটে সেফ হোম
এখন প্রশ্ন হল, কী এমন হল যে সোজা পাগলাগারদে যেতে হল তাঁকে? অনুমান, কাউন্সেলিংয়ের জন্যই ওই হাসপাতালে গিয়েছিলেন নোবেল। সূত্রের খবর অনুযায়ী, গত কয়েকদিন ধরেই বেশ মানসিক চাপে রয়েছেন এই গায়ক। সেই কারণেই হয়ত চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন তিনি। গায়কের দ্রুত আরোগ্য কাম্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584