নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন রাজনীতির মহারথী মুকুল রায়। এবার নিজের দলকে অস্বস্তিতে ফেলে সোশ্যাল মিডিয়াতে সরব হলেন বিজেপি নেত্রী তথা রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
ফেসবুকে তিনি লেখেন, ‘রাজনীতিকে গ্ল্যামারাইজ করে লাভ নেই। অনেক রক্ত ঝরলেও কেউ পাশে থাকে না।’ একই সঙ্গে টুইটারেও তিনি লেখেন, ‘রাজনীতিকে গ্ল্যামারাইজ করে লাভ নেই। আপনি রক্ত ঝরাবেন, আপনি ট্যাক্স দেওয়ার পর আপনার জীবনের সমস্ত সঞ্চয় লাগাবেন, আপনি আপনার জীবনের বাজি ধরবেন, কোন কিছুরই মূল্য নেই, কিছু যায় আসে না, যতক্ষণ না সমাজ নিজের ভালোর জন্য বদলাতে না চায়, কিছুই করতে পারবেন না, আপনি শুধু দর্শক হয়েই থেকে যাবেন’। রূপা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা।
It’s no point glamourising #politics
you shed blood, you spend all your lifetime #tax paid savings, you #risk your #life, nothing, just nothing , #Nothing–#matters..
Until and unless the #society agrees to #change for #better, can’t do anything.You remain a mere #spectator
— Roopa Ganguly (@RoopaSpeaks) June 13, 2021
প্রসঙ্গত, এর আগে রাকেশ-পামেলা কাণ্ডেও দলের বিরুদ্ধে গিয়ে তিনি বলেছিলেন, পুলিশ যা করেছে, ঠিক করেছে। একসময় বঙ্গ বিজেপির অন্যতম মুখ ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তবে একুশের নির্বাচনে প্রচারের ময়দানে খুব একটা দেখা যায়নি এই বিজেপি নেত্রীকে।
আরও পড়ুনঃ ‘বিজেপিতে এসেও বলেছিলেন লাখ লাখ লোক আনবেন’, মুকুলকে কটাক্ষ শুভেন্দুর
বিগত কয়েক বছর ধরেই দল থেকে কিছুটা বিচ্যুত তিনি, সামনের সারিতে খুব একটা দেখাও যায় না। সামনের সারি ঘিরে থাকেন তৃণমূল থেকে আসা নেতারা। এই নিয়েই কি তাহলে ক্ষোভ জমছে আদি বিজেপি কর্মীদের মধ্যে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584